ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩

 ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম  ২০২৩



ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩
ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩



আসসালামু আলাইকুম ,আশা করি সকলে ভালো আছেন | আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার  নিয়ম  |   যা আমি খুব  সহজ ভাবে আপনাদের জন্য উপস্তাপন করেছি   |  এই পোস্ট থেকে আরো জানতে পারবেন ওয়েব সাইট কি ?  আপনি কি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে চান ?ফি ওয়েবসাইট কারা তৈরি করে  ?মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন?মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি?কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি?পোস্ট র‌্যাংক করার উপায়?ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় হয় ?


ওয়েব সাইট কি ? 


সাধারণত ব্লগার ও  ওয়াডপ্রেস দিয়ে তৈরি করা সাইটকে আমরা ওয়েবসাইট বলতে পারি| এরকম আরো অনেক সাইট রয়েছে যেখান থেকে ফ্রিতে বা টাকা খরচ করে ওয়েবসাইট তৈরি করা যায়|  আমরা একটি ওয়েবসাইটকে অনেকগুলো ওয়েব পাতার সাথে তুলনা করতে পারি যেখানে আপনি  ইমেজ ,গান ,অডিও -ভিডিও সকল কিছু সংরক্ষণ করে রাখতে পারবেন  |  প্রতিটি ওয়েবসাইটের  একটি ওয়েব সার্ভার থাকে  |  



আপনি কি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে চান ?


অনেকে মনে করে  একটি ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা খরচ হবে|  কিন্তু  এটা যে সত্যি নয় সেটা কেউ জানে না| কেননা ওয়েব সাইট তৈরি করতে  একটি টাকা ও লাগে না| আপনারা চাইলে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আয় করতে পারেন| আপনারা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে সেখানে পোস্ট করার মাধ্যমে আয় করতে পারবেন | বর্তমানে অনেক ওয়েবসাইট তৈরির সাইট রয়েছে যা ব্যবহার করে আপনি ফ্রিতে নিজের  জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন |  ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন এবং হোস্টিং যেহেতু ক্রয় করতে হয়না সেহেতু এটি তৈরি করতে টাকা খরচ হয়না|  



ফি ওয়েবসাইট কারা তৈরি করে  ?


সাধারণত যাদের অর্থের সমস্যা রয়েছে তারা ফ্রি ওয়েবসাইট তৈরি করে থাকে|  নিজের লেখালেখি করার স্কিলকে কাজে লাগাতে অনেকে সামর্থ না থাকা সত্তে ও ফ্রিতে ওয়েবসাইট  তৈরি  করে থাকে|  আপনি কি লেখালেখি করতে ভালোবাসেন ?আপনার কি খরচ করে ওয়েবসাইট খোলার সামর্থ নেই  ?

আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার জন্য ফ্রি ওয়েবসাইট রয়েছে  যেখানে আপনি পোস্ট করে আয় করতে পারবেন| তবে এক্ষেত্রে আপনাকে আপনার ওয়েবসাইটকে আয়ের জন্য প্রস্তুত করতে হবে  |  


মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন?


অনেকে মনে করেন ওয়েবসাইট মোবাইল দিয়ে তৈরি করা যায় না  |  আপনার এ ধারণা সম্পূর্ন ভুল কেননা মোবাইল দিয়ে অনেকে ওয়েবসাইট তৈরি করে অনেক টাকা আয় করতেছে|  

ওয়েব সাইল তৈরি করতে যেসব অবশ্যই  প্রয়োজন ঃ


১. ইন্টারনেট কানেক্ট যুক্ত মোবাইল  |  


২. একটি জিমেইল একাউন্ট থাকতে হবে |   


৩. এবং একটি ব্রাউজার থাকতে হবে যেমন ঃ গুগল বা ক্রোম   ব্রাউজার  |  


ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি প্রথমে ইন্টানেট কানেক্ট যুক্ত একটি মোবাইল এ ব্লগার .কম সার্চ করুন|  তারপর সেখানে প্রবেশ করে একটি একাউন্ট তৈরি করুন| যা আপনার সাইট হবে  |  কিভাবে আপনি একটি সম্পূর্ন ওয়েবসাইট তৈরি করবেন তা  নিচে এ টু জেড দেখানো হলো  |  


ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩
ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩


 ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম২০২৩


মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরি ঃ


আগে বলেছি মোবাইল  দিয়ে ওয়েবসাইট  তৈরি করে টাকা আয় করা যায়  |   আর আপনি যদি ফ্রিতে ওয়েবসাইট খুলে আয় করতে চান তাহলে নিচের দেখানো নিয়ম অনুসারে আজই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলুন |   

মোবাইলে ওয়েবসাইট তৈরি -


১. প্রথমে আপনাকে  একটি ব্রাউজার ওপেন করতে হবে  এবং ডেস্কটপ মোড করতে হবে  |  


২. তারপর সার্চ করুন -www.blogger.com  |  


৩. সার্চ করা সাইটটি প্রথমে সো করবে ,সে লিংকে ক্লিক করুন |  


৪. ক্লিক করার পরে আপনি  Create Your Blog   লেখা দেখতে পাবেন |  


৫. তারপর আপনাকে যে জিমেইল এ ওয়েবসাইট খুলবেন তা সিলেক্ট করতে হবে  |  

৬.তারপর আপনার সামনে টাইটেল ( Title ) এ লেখাটি সো করবে |   

 আপনার ওয়েবসাইটের নামটি এখানে লিখুন  যেমনঃ My iT Bari ....--    .NEXT 

৭.তারপর address এর জায়গায় আপনার ওয়েবসাইট অনুসারে myitbari এরকম একটি নাম লিখুন  যা অবশ্যই ছোট হাতের হবে |   NEXT 

৮.   ডিসপ্লে নেম -আপনাম ওয়েবসাইটের নাম লিখুন  Finish  |  



হয়ে গেছে আপনার ওয়েবসাইট   |   এবার সাইটকে আকর্ষণীয় করার  জন্য কিছু গুরুত্ব পূর্ন সেটিংস করতে হবে  |  যা  আমি নিচে দিকে ভালো ভাবে দেখিয়েছি  |  

 ফেসবুক ফেজ খোলার নিয়ম জানতে ক্লিক করুন



কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি ঃ


মোবাইলে ওয়েবসাইট তৈরি করার মতো নিয়মে কম্পিউটারে ও  ওয়েবসাইট তৈরি করা হয় |   যা আমি নিচে খুব সুন্দর ভাবে দেখিয়েছি   


কম্পিউটার দিয়ে ওয়েবসাইট তৈরি -


১.প্রথমে  www.blogger.com     লিখে সার্চ করতে হবে  |  


২.তারপর প্রথমে আসা সাইাট এ ক্লিক করুন  -ক্লিক করার পর আপনার সামনে ছবিতে দেখা  Create Your Blog     বাটন  এ ক্লিক করুন  |  


৩. তারপর gmail  সাইন ইন করুন 


৪.তারপর টাইটেল ,এড্রেস লিখুন |  তারপর  Finish  বাটনে ক্লিক করুন|   



        ফ্রিল্যান্সিং কি ? এবং কিভাবে শুরু করব এ টু জেড


পোস্ট র‌্যাংক করার উপায় ঃ


যেহেতু আপনি ফ্রি ওয়েব সাইট তৈরি করে আয় করতে চান |   তাই আপনাকে পোস্ট র‌্যাংক করার জন্য অনেক ভালো করে লিখতে  হবে |  তবে আপনি কতগুলো নিয়ম অবলম্বন করলে আপনার পোস্ট র‌্যাংক করার সম্ভবনা থাকে নিচে নিয়ম গুলো ব্যাখ্যা করা হলো ঃ


ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩
ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩



১. আপনাকে পোস্ট লেখার আগে দেখতে হবে কাদের পোস্ট  প্রথম পেজে সো করতেছে , সে পোস্টগুলো থেকে আইডিয়া নিয়ে আপনাকে পোস্ট লিখতে হবে |  পোস্ট র‌্যাংক করার জন্য যে পোস্টগুলো প্রথমে সো করছে তাদের ভালো পোস্ট এবং বেশি ইমেজ ব্যবহার করতে হবে |    

২. ‍কি ওয়ার্ড রিচার্চঃ কিওয়ার্ড রিচার্চ ব্লগ পোস্টের জন্য একটি গুরুপূর্ন বিষয়|  কিওয়ার্ড রিচার্চ করার জন্য কতগুলো ফ্রি টোল বা সাইট রয়েছে |  যেমন ঃ     

 রিলেটেড সার্চঃ আপনাকে ব্লগ পোস্ট র‌্যাংক করার জন্য কিওয়ার্ড রিচার্চ করার পাশাপাশি  গুগল রিলেটেড সার্চ থেকে ও কিওয়ার্ড নিতে হবে  |  


৩. কারো থেকে পোস্ট হুবহু কপি করে লেখা যাবে না |   যদি আপনি তা করেন তাহলে আপনার পোস্ট কখনো র‌্যাংক করবে না  |   সবসময় নিজের ভাষায় পোস্ট লিখতে হবে  |  


৪. ‍ইমেজ এস ই ও করা   |  


ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় হয় ?


ওয়েবসাইট থেকে প্রধানত কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে আয় হয় |  কন্টেন্ট বলতে এখানে ব্লগের পোস্ট কে বোঝানো হয়  |    আপনি নিয়মিত পোস্ট করার  ফলে আপনাকে একটি ইনকামের মাধ্যম দেওয়া হয় | যেমন ঃ এডসেন্স  এ ব্যাংক যুক্ত করতে হয় |  কারণ আপনার ইনকাম করা টাকা ওখানে যুক্ত হয় |   

অপর পক্ষে আপনি ওয়েবসাইট থেকে অ্যাপিলিয়েট মার্কেটিং করে ও আয় করতে পারেন | ধরুন আপনি অ্যামাজন বা দারাজ এর একটি পণ্য সম্পর্কে আপনার সাইট এ কিছু বলে সেই পণ্যের লিংক শেয়ার করলেন |  সে পণ্য যদি আপনার ব্লগ পডতে আসা কেউ ক্রয় করেন তাহলে ঔ পণ্য বিক্রি হওয়ার পরিবর্তে আপনি একটা বোনাস পেয়ে থাকবেন  |  




ওয়েবসাইট সম্পর্কিত প্রশ্ন উত্তর 


প্রথম ওয়েব সাইট তৈরি হয় কত সালে ? 


উঃ ১৯৯১ সালের ৬ ই আগস্ট প্রথম বিশ্বে ওয়েবসাইট তৈরি করা হয় |  


ওয়েব পেজ কত প্রকার ? কি কি


উঃ ওয়েব পেজ দুই প্রকার |  যথাঃ  1.  Static webpage   2. Dynamic Webpage


সর্ব প্রথম কোন ওয়েবসাইট তৈরি করা হয় তার লিংক ?


উঃ http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html



ফ্রি ওয়েবসাইট থেকে কি আয় করা যায় ?


উঃহ্যা ,ওয়েবসাইট থেকে আপনি টাকা আয় করতে পারবেন |    আপনি ওয়েবসােইট তৈরি করার জন্য টাকা থাকলে খরচ করবেন  |  আর না থাকলে করবেন না  আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আয় করতে পারবেন  |  


ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করার সময় কি কি মেনে চলতে হবে?


উঃ আপনাকে সর্বপ্রথম এটা মনে রাখতে হবে আপনি কারো কন্টেন্ট কপি করে লিখলে তাতে  এডসেন্স না পাওয়ার সম্ভবনা থাকে  |  যা পাওয়ার জন্য মূলত সকলে পোস্ট করে থাকে   গুগল থেকে নেওয়া ইমেজ সরাসরি ব্যবহার করা যাবে না  |  কতগুলো ওয়েবসাইজ এ ধরনের ইমেজ তাদের সাইটে ‍দিয়ে রেখেছে আপনার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে ডাউনলোড করতে পারেন |   


একটি ফ্রি ইমেজ সাইটের নাম কি ?


উঃ  একজন ব্লগারের জন্য ফ্রি ইমেজ খুবই গুরুত্ব পূর্ণ একটি ফ্রি ইমেজ পাওয়ার সাইট হলো  |   -Pixabay |  


পরীক্ষার রেজাল্ট দেখার সাইট 

উঃ আগেকার দিনের মতো এখন রেজাল্ট দেখার জন্য আর স্কুলে যেতে হয়না আপনি ঘরে বসে যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন  যেমন ঃ পিএসসি ,এস এস সি , এইচ এস সি রেজাল্ট দেখার education board resultsলেখায় ক্লিক করে বা লিখে সার্চ করে সে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারেন   |  



শেষ কথা 


আশা করি আজকের এই পোস্ট পড়ার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন|  আমি এই পোস্টে ওয়েব সাইট সম্বন্ধে গুরুত্বপূর্ন বিষয়গুলো যত টুকু সম্ভব হয়েছে তুলে ধরার চেষ্ঠা করেছি |  ফেসবুকিং,ইউটিউবিং ,ব্লগিং ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইভ করে রাখুন |   


Post a Comment (0)
Previous Post Next Post