ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৩ | How to create a facebook page in 2023

       ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৪



ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৩

ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৪


আসসালামু আলাইকুম , আশা করি সকলে অনেক ভালো আছেন |  আজকের এ পোস্ট এ আমি আপনাদের মোবাইল ও কম্পিউটার দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম দেখিয়েছি | আপনারা  এই পোস্ট পড়ার মাধ্যমে আরো জানতে পারবেন -ফেসবুক পেজ কি?ফেসবুক ফেজ কেন খুলতে হয় ?ফেসবুক পেজ খোলার জন্য কি লাগে ?ফেসবুক পেজের কিছু গুরুত্বপূর্ন সেটিংস?




ফেসবুক পেজ কি?




ফেসবুক পেজ হচ্ছে ফেসবুক  এপের ভিতরে তৈরি করা একটি প্রোফাইল  যা ফেসবুক   একাউন্ট থেকে কিছুটা এক্সট্রা  সুবিধা দিয়ে থাকে |যেমন ঃফেসবুক প্রোফাইল এ নির্দিষ্ট কিছু  সংখ্যক  মাত্র ফ্রেন্ড করা যায়  যা সাধারণত শিল্পী ,ব্যবসা,বিখ্যাত  ব্যাক্তি ,সংস্থার জন্য যথোপযুক্ত নয় | কারণ তাদের লক্ষ্য লক্ষ্য  ফ্যান বা ফলোয়ার রয়েছে  এই অসুবিধা দূর করার জন্য তাদেরকে ফেসবুক পেজ খুলতে হয় | ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের মার্কেটিং এর জন্য বর্তমানে ফেসবুক পেজ তৈরি করেছে| ফেসবুক পেজে টাকা আয় করার সুবিধা থাকায় এখন প্রত্যেক ইউটিউবার ,শিল্পী ,ভিডিও ক্রিয়েটর ফেসবুক পেজ খুলে থাকে |



   ফেসবুক পেজ কেন খুলতে হয় ?



ফেসবুক পেজ খোলার যথেষ্ঠ কারণ রয়েছে| আজকাল ব্যবসা প্রতিষ্ঠানের জিনিস পত্র ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করতেছে ,যা আগেকার যুগে কখনো সম্ভব হয়নি|  আবার মানুষ আয়ের উৎস হিসেবে ফেসবুক পেজ খুলছে| পেজ খুলে ভিডিও আপলোড করার মাধ্যমে অনেকে মাসে লক্ষ্য লক্ষ্য টাকা আয় করতেছে |  যেসব কারণে আপনি ফেসবুক পেজ খুলতে পারেন ঃ

১. আপনার ব্যবসার পণ্য মার্কেটিং  এর জন্য 

২. ভিডিও আপলোড করে আয় করার জন্য 

৩. নিজ ফ্যান  ফলোয়ারের সাথে যোগাযোগ রাখার জন্য| ইত্যাদি 



ফেসবুক পেজ খোলার জন্য কি লাগে ?


১ .ফেসবুক পেজ খোলার অবশ্যই একটি ফেসবুক একাউন্ট থাকতে হবে| যার     অধীনে আপনি একের অধিক ফেজ খুলতে পারবেন |   

২ .একটি ইন্টারনেট সংযোগ যুক্ত স্মার্ট ফোন বা কম্পিউটার |



     ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৪



মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম 




ফেসবুক খোলা আসলে খুবই সহজ কাজ | তবে আগে থেকে যদি আপনি নাম সিলেক্ট করে রাখেন তাহলে অনেক ভালো| আপনি নিচে দেখানো নিয়ম অনুসারে খুব সহজে ফেসবুক পেজ খুলতে পারবেন| -

১.প্রথমে ফেসবুক এপটি ওপেন করুন  -  তারপর 

২.তারপর যে আইডিতে পেজটি খুলতে চাচ্ছেন তা লগইন করা আছে কিনা দেখুন  , যদি থাকে -

৩.  Facebook  একাউন্ট এর  ওপরে থাকা   থ্রি ডট বাটনে ক্লিক করুন |

৪. তারপর সেখান থেকে  Pages  নামটিতে ক্লিক করুন |


৫.তারপর নিচের ছবিটির মতো  Create  বাটনে ক্লিক করুন| 

৬.তারপর   Get started  এ  ক্লিক করুন |

৭.আপনার পেজের কি নাম দিবেন তা লিখুন  - মনে করুন আপনি পেজের নাম সময় নিউজ দিবেন তাহলে তা এখানে লিখুন |


৮. আপনার ক্যাটাগরি সিলেক্ট করুন  |  মনে করুন আপনি হেলথ নিয়ে ভিডিও তৈরি করবেন তাহলে আপনি ক্যাটাগিরি  Health /Beauty   দিতে পারেন |  যা আপনি চাইলে পরবর্তীতে চেন্জ করতে পারবেন |

৯. ব্যবসার জন্য হলে ঠিকানা দিতে পারেন আর ঠিকানা না দিতে চাইলে Skip করুন| 

১০. এরপর আপনাকে একটি লোগো এবং কাভার ইমেজ দিতে হবে |  যদি দিতে না চান তাহলে  Skip এ ক্লিক করুন |

হয়ে গেছে আপনার পেজ | 




ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৩

ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৪



 ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ফেসবুক পেজ খোলার নিয়ম



মোবাইল দিয়ে যেমন ফেসবুক পেজ খোলার জন্য কতগুলো নিয়ম অনুসরণ করতে করতে হয় |তেমনি কম্পিউটার দিয়েও পেজ খোলার জন্য আপনাকে কতগুলো নিয়ম অনুসরন করতে হবে|  নিচে কম্পিউটার ব্যবহার করে কিভাবে ফেসবুক পেজ খুলবেন তা দেখানো হয়েছে  | আশা করি এই নিয়ম  অনুসরণ করলে আপনারা খুব সহজে একটি ফেসবুক পেজ খুলতে পারবেন |


১. প্রথমে ফেসবুক এ প্রবেশ করুন| 

২.তারপর যে আইডির আন্ডারে পেজ খুলবেন সে আইডিটি সাইন ইন করা আছে কিনা দেখুন  যদি থাকে তাহলে পরের  নিয়ম অনুসরণ করুন| 

৩. বাম পাশের মেন্যু থেকে  pages    এ ক্লিক করুন |

৪.  তারপর ক্রিয়েট নিউ পেজ ( Create new page    ) এ ক্লিক করুন |

৫.এরপর বাম পাশে থাকা Page name  লেখা বক্সে ক্লিক করুন |

৬. আপনার পেজ ক্যাটাগরি সিলেক্ট করুন ,তারপর যদি ডেসক্রিপশন 
( Discrption  / Bio ) যোগ করতে চান তা যোগ করুন  |  এক্ষেত্রে আপনি চাইলে   এটি পরেও  এড করতে পারবেন| 

৭.  Create Page  বাটন এ ক্লিক করুন |   

উপরের দেখানো নিয়ম সঠিকভাবে অনুসরণ করতে পারলে আপনার পেজ তৈরি হয়ে যাবে| 




ফেসবুক পেজের কিছু গুরুত্বপূর্ন সেটিংস 



ইউজার নেম সিলেক্ট ও সেট করা ঃ


আপনি যে কারো ফেসবুক আইডি বা পেজ সার্চ করুন না কেন তাতে একটি অবশ্যই ইউজার নেম  না হয় সংখ্যা থাকবে |   যার উপর ভিত্তি করে এই সাইটগুলোর লিংক বা ইউ আর এল  তৈরি হয় | একটি পেজের জন্য এই      খুবই গুরুত্বপূর্ন   যেমন ঃ https://www.facebook.com/myitbari

এখানে শেষে স্পেস এর পর  myitbari এটি একটি ইউজার নেম| এটি যেকোনো পেজ এ সেট করার জন্য আপনাকে ক্রিয়েট  ইউজার নেম এ ক্লিক করতে হবে |



স্যোশাল মিডিয়া লিংক যুক্ত করা 


সাধারণত আমাদের প্রত্যেকের ফেসবুক একাউন্ট এর পাশাপাশি  ভিন্ন ভিন্ন স্যোশাল মিডিয়া একাউন্ট রয়েছে যা আপনি চাইলে ফেসবুক পেজ এ যুক্ত করতে পারেন | স্যোশাল মিডিয়া এর ফলে আপনার অনুসারীরা আপনাকে ঔ সব যুক্ত করা স্যোশাল মিডিয়ার মাধ্যমে ও অনুসরণ করতে পারবে |
স্যোশাল মিডিয়া যুক্ত করার নিয়ম নিচে দেখানো হলো -

প্রথমে আপনাকে আপনার পেজের হোম পেজ ওপেন করতে হবে |
তারপর -বামপাশের পাশের  Menu  থেকে  এডিট পেজ ইনফো তে ক্লিক করুন | 
এরপর একদম নিচের দিকে গিয়ে স্যোশাল মিডিয়া প্রোফাইল যুক্ত করার অপশন| এ ক্লিক করে সেগুলো যুক্ত করতে পারেন |





 ফেসবুক পেজ সম্পর্কিত কিছু  প্রশ্ন উত্তর  



ফেসবুক পেজ কিভাবে ডিলেট করব ? 


উঃ ফেসবুক পেজ খোলার সময় যেমন কতগুলো নিয়ম অনুসরণ করে খুলতে হয় তেমনি ডিলেট করার সময় আপনাকে কতগুলো নিয়ম মানতে হবে |   নিচে ফেসবুক পেজ ডিলেট করার পদ্ধতি দেখানো হয়েছে |

১.প্রথমে ফেসবুক পেজ এর হোম  থ্রি ডট  মেনুতে ক্লিক করে সেখান থেকে সেটিংস এ যেতে হবে |

২.তারপর -সেটিংস থেকে পেজ সেটিংস এ যেতে হবে |

3. উপরের সার্চ অপশন এ ডিলেট লিখে সার্চ করুন| 

৪. সার্চ করার পর আপনার সামনে ডিলেট পেজ এন্ড ইনফরমেশন নামে একটি লেখা আসবে সেখানে ক্লিক করুন| 

৫.তারপর ২নং অপশন ডিলেট পেজ এ ক্লিক করুন| 

৬.তারপর কন্টিনিউ লেখায় ক্লিক করুন ,আবার কন্টিনিউ করুন|  

৭. নিচের দিকে গিয়ে আবার কন্টিনিউ লেখায় ক্লিক করুন ,তারপর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিন| পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ লেখায় ক্লিক করুন ,আবার কন্টিনিউতে ক্লিক করুন|  

৮. তারপর ডিলেট পেজ  এ ক্লিক করুন |



ফেসবুক পেজ থেকে কিভাবে আয় করা যায় ?


ইউটিউবের মতো ফেসবুক ও  একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম |ফেসবুক এ একটি পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে আয় হয়ে থাকে  | ফেসবুক থেকে আয় করার জন্য আপনাকে অবশ্যই ভিডিও পাবলিশ করতে হবে |  আর আপনি পেজের সব শর্ত পূরন করার পর থেকে টাকা আয় করতে পারবেন |



ফেসবুক ও ইউটিউব এর মধ্যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কি পার্থক্য আছে ?


আমরা জানি ইউটিউব একটি ফেসবুকের মতো ভিডিও শেয়ারিং প্লাটফর্ম |  দুটিতে ভিডিও আপলোড করে টাকা আয় করা যায় দুটিতে ভিডিও আপলোড করার ক্ষেত্রে রয়েছে অনেক তফাৎ|   কারণ আপনি ইউটিউব এবং ফেসবুক পেজ এ একই সাইজের ভিডিও আপলোড করতে পারবেন না |  আবার ইউটিউবের ভিডিও এর মতো ফেসবুকের ভিডিও তত শেয়ার করা যায় না  | 



শেষ কথা 


আশা করি  আজকের  এই পোস্টটি যারা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন তাদের অনেক কাজে  এসেছে  | এই পোস্ট পডার ফলে আপনারা ফেসবুক পেজ খোলা বিষয়ে এ টু জেড জানতে পারছেন  | এরকম ফেসবুকিং ,ইউটিউবিং ,ব্লগিং,ফ্রিল্যান্সিং, টেকনোলজি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে আমাদের পেজের সাথে যুক্ত থাকুন |





Post a Comment (0)
Previous Post Next Post