ব্লগিং করে কত টাকা আয় করা যায়

       ব্লগিং করে কত টাকা আয় করা যায়




ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে কত টাকা আয় করা যায়




আসসালামু আলাইকুম ,আশা করি সকলে ভালো  আছেন |  আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য  যারা “ ব্লগিং করে কত টাকা আয় করা যায় ” সে বিষয়ে জানতে চাচ্ছেন |  এই পোস্ট পড়ার মাধ্যমে আপনারা আরো জানতে পারবেন ব্লগিং কি ? ব্লগিং করে কিভাবে আয় হয় ? ব্লগিং কিভাবে শেখা যায় ? এবং  ব্লগিং কিভাবে শুরু করা যায় ?  ইত্যাদি 



ব্লগিং কি   ? 


ব্লগিং  বলতে ইন্টারনেটে লেখালেখি করে নিজের  অভিজ্ঞতা শেয়ার করাকে বোঝায় |যা একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে | একজন ব্লগার সাধারণত প্রকাশনা , প্রযুক্তি ,খেলাধুলা  ইত্যাদি বিষয়ে লেখালেখি করে থাকে |  ব্লগারের এ  ধরনের কাজকে ব্লগিং বলা হয় |   




একজন ব্লগারের কাজ কি ? 


একজন ব্লগার যেকোনো একটি ঘঠনা বা বিষয়ে তার লেখার মাধ্যমে ফুঠিয়ে তুলে | কোনো   একটি বিষয় যত জঠিল হোক না কেন একজন ব্লগার তা তার লেখায়  ফুঠিয়ে তুলতে সক্ষম হয় |  একজন ব্লগারের কাজ হচ্ছে কোনো বিষয়কে  লেখায় প্রকাশ করা এবং মানুষের নিকট পৌছানো |  একজন ব্লগারকে  একটি ব্লগ লেখার সময় কিছু গুরুত্বপূর্ন বিষয় মাথায় রাখতে হয়| যাদের  অন্যতম বিষয় গুলো হচ্ছে ঃ


১. ঘটনার সত্যতা যাচাই করা ,যদি গল্প বা রুপকথা হয় সেক্ষেত্রে অন্য বিষয়  |   



২. সবসময় জ্ঞান চর্চা করতে হয় |   



৩. নিজেকে সৃজনশীল প্রতিভার করে তুলতে হয় |   





ব্লগ থেকে কেমন আয় হয় ?



একজন ব্লগার প্রতি মাসে কত টাকা আয় করবে তা সম্পূর্ন তার উপর নির্ভর করে|  সাধারনত যে কঠোর পরিশ্রম করে এবং যে তা করে না তার মধ্যে অনেক তফাৎ থাকে|  ঠিক তেমনি যে দক্ষ লেখক বা ব্লগার তার আয় থেকে  একজন কম দক্ষ ব্লগারের আয় কম হবে তা স্বাভাবিক বিষয় | তবে বিষয় যেহেতু ব্লগ থেকে কত টাকা আয় হয় তাই আমি একজন ব্লগার প্রতিমাসে কত টাকা আয় করতে পারে সে বিষয়ে আলোচনা করি |   


আপনি হয়তো জানেন বা জানেন না অন্য সব চাকরির বা পেশার মতো ব্লগিং কে  ও পেশা হিসেবে করা যায়|  ব্লগিং করে অনেক মানুষ আছে যারা লক্ষ্য লক্ষ্য টাকা আয় করতেছে |  তার সামান্য প্রমাণ হিসেবে আপনি ইউটিউবে অনেক বাংলা ভিডিও দেখতে পাবেন   




ব্লগের নাম নির্বাচন 



একজন  ব্লগারের জন্য ব্লগ সাইটের একটি ইউনিক নাম দেওয়া খুবই গুরুত্ব পূর্ন কাজ |  কেননা আপনার সাইটের নামের মাধ্যমে ভিউয়ার আপনার কন্টেন্ট খুজবে|  সাইটের নাম যদি অনেক জঠিল থাকে তাহলে তা ভিউয়ার এর বুঝতে বা মনে রাখতে অনেক কষ্ট হয় | যেমন ঃ ধরুন আমার সাইটের নাম যদি My iT Bari   না দিয়ে  Harun it bari   ‍দিতাম তাহলে তা যে কারো মনে রাখতে অনেক কষ্ট হতো |  আর আপনি অবশ্যই সাইটের নাম  একটু সহজ করে দেওয়ার চেষ্টা করবেন| নাম দেওয়ার সময় আরো  একটি গুরুত্বপূর্ন বিষয় লক্ষ্য  রাখতে হবে |  যেমন ঃ আপনি লেখালেখি করবেন টেক রিলেটেড বিষয় তাহলে সাইট নাম এমন দিবেন যাতে ভিউয়ার আপনার সাইট নাম শুনে বুঝতে পারে আপনার সাইটে কোন ধরনের পোস্ট থাকবে|  যা আপনার সাইটে অর্গানিক ভিজিটর আনতে অনেক বেশি হেল্প করবে |   





ব্লগিং করে কত টাকা আয় করা যায়

ব্লগিং করে কত টাকা আয় করা যায়




ব্লগিং কিভাবে শিখব ?



আপনি যেহেতু ব্লগিং শেখার কথা চিন্তা করতেছেন তাহলে আপনাকে বলব আপনি ফ্রি বা পেইড দুইভাবে ব্লগিং শিখতে পারেন |  আপনি চাইলে একটি টাকা ও খরচ না  করে এই কাজ শিখতে পারেন| তবে সেক্ষেত্রে আপনাকে অনেক ধৈয্য ধরে কাজ শিখতে হবে |  যদি ভালো কন্টেন্ট পেয়ে থাকেন অথবা ফ্রিতে কোর্স করায় এরকম রিসোর্স পেয়ে যান তাহলে আপনি খুব  সহজে ফ্রিতে ব্লগিং শিখতে পারবেন |  আর আপনি যদি মনে করেন সব কাজ কোনো একজনে আপনাকে হাতে কলমে শিখিয়ে দিক তাহলে আপনি পেইড কোর্স  করতে পারেন|    




ব্লগিং কিভাবে শুরু করব ? 



ব্লগিং একটি লেখালেখির কাজ | আপনার নিজের দক্ষতার উপর বৃত্তি করে আপনি মাসে কত টাকা  আয় করতে পারবেন  |    

ব্লগিং যেভাবে শুরু করবেন ঃ



. লক্ষ্য নির্ধারণ ঃ আপনি কোন বিষয়ে লেখালেখি করবেন তা নির্ধারন করুন |     আপনি যদি  ব্লগিং শুরু করার আগে লক্ষ্য নির্ধারন না করেন তাহলে  এই কাজ করে সফলতা অর্জন করতে পারবেন না |   



২. ফ্ল্যাটফর্ম নির্বাচন ঃ  ব্লগিং করার জন্য অবশ্যই একটি  ওয়েবসাইটের প্রয়োজন|  তা হতে পারে ব্লগার বা ওয়ার্ডপ্রেস | তাই আপনি ব্লগিং শুরু করার আগে নির্বাচন করুন কোন  ফ্ল্যাটফর্ম এ কাজ করবেন |  ব্লগিং ফ্ল্যাটফর্ম যেমন ঃ WordPress . Blogger . Medium etc 



৩. ডোমেইন এবং হোস্টিং নিন ঃআপনার  ব্লগ ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন ও হোস্টিং নিতে হবে |  ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের নাম   যেমন ঃ (www. your website name .com ) | আর হোস্টিং হচ্ছে একটি সার্ভার  যেখানে আপনার ব্লগ সংরক্ষণ থাকে |  আপনি অবশ্যই ডোমেইন ও হোস্টিং কেনার আগে সে প্রতিষ্ঠানের সার্ভিস সম্পর্কে জেনে নিন |  যেমন ঃ Putul host



৪. ডিজাইন নির্বাচন করুন ঃ আপনার  ব্লগ সাইটের একটি ডিজাইন নির্বাচন করুন|  অ্যাডসেন্স পাওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ন  |  আপনি সাইট তৈরি করার সময় কতগুলো ডিফল্ট থিম ও টেমপ্লেট পাবেন যার থেকে পছন্দ অনুযায়ী একটি সিলেক্ট করুন |  তবে আপনি চাইলে আপনার  সাইটে কাস্টম থিম ব্যবহার করতে পারবেন |   



৫. লেখালেখি করার অভ্যাস গডুন ঃ আপনি যেহেতু লেখালেখি করার কাজে  এসেছেন তাই আপনাকে প্রতিনিয়ত লেখালেখি করার প্রাক্টিস করতে হবে|    সাথে জ্ঞান অর্জন করার চেষ্ঠা চালিয়ে যেতে হবে|   

 


আপনি যেহেতু ব্লগিং করা কে পেশা হিসেবে নিচ্ছেন|   তাই এখানে সফলতা পাওয়ার জন্য আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্ঠা করুন |  হ্যা অবশ্যই আপনাকে ধৈয্য ধরে কাজ করতে হবে |   




         

          ব্লগিং করে কত টাকা আয় করা যায়




ব্লগিং শুরু করার আগে প্রত্যেক ব্যক্তির জানা উচিত ব্লগিং করে কত টাকা আয় করা যায় | আগেই বলেছি আপনি ব্লগিং করাকে অন্য সব পেশার কাজের সাথে তুলনা করতে পারেন | আপনি যদি চান ব্লগিং পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে করতে পারবেন| চাকরীতে  যেমন কাজ করার বিনিময়ে অর্থ দিয়ে থাকে ঠিক তেমনি ব্লগিং করে ব্লগাররা ও তাদের কাজের বিনিময়ে অর্থ পেয়ে থাকে |  যেকোনো অফলাইন  চাকরী এবং ব্লগি এর পার্থক্য এই যে ,আপনি ব্লগিং  চাইলে যে কোনো জায়গায় যেকোনো সময় করতে পারবেন | অপর দিকে চাকরীর কাজ করার জন্য নির্দিষ্ট স্থান বা অফিসে যেতে হয় |  অন্যদিকে অফলাইন কাজ বা চাকরি যে কোনো বন্যা বা দূর্ঘটনায় স্থগিত থাকতে পারে | কিন্ত ব্লগিং এমন একটি কাজ যা আপনি যেকোনো পরিস্থিতি তে করতে পারেন  |   তার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোক্ত মোবাইল বা কম্পিউটার থাকতে হবে |   


  


ব্লগিং করে কত টাকা আয় করা যায়

   ব্লগিং করে কত টাকা আয় করা যায়






আপনি যদি বলেন “ ব্লগিং করে কত টাকা আয় করা যায়” তাহলে তার নির্দিষ্ঠ হিসাব আমি কেন কেউই দিতে পারবেনা|  কারণ চাকরীর ক্ষেত্রে কাজ এবং ইনকামের  ধরা বাধা নিয়ম থাকলে ও ব্লগিং এ তা নেই  |  ব্লগিং এ পরিশ্রম এর উপরে নির্ভর করে একজন ব্যক্তির ০ টাকা থেকে ৫ বা ১০ লক্ষ্য  এর অধিক আয় হতে | আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে এখানে ০ টাকা কেন বললাম ? আপনার প্রশ্নের উত্তরে আমি বলব চাকরি বা যেকোনো কাজ করার ক্ষেত্রে ব্যক্তি যদি পরিশ্রম না করে টাকা আয় করার চিন্তায় কোনো কাজ না করে বসে থাকে তাহলে তার কি টাকা আয় হবে ? আর অপরদিকে একজন ব্যক্তি কৈাশল অবলম্বন করে কাজ করে এবং সাথে পরিশ্রম ও করে থাকে তাহলে আপনি বলুন তার কত টাকা আয় হতে পারে ? 



ব্লগিং  একটি মুক্ত পেশা |  ব্লগিং করে চাইলে আপনি মাসে লক্ষ্য লক্ষ্য টাকা আয় করতে পারবেন | তার জন্য আপনাকে সঠিক ভাবে সঠিক পথে পরিশ্রম করতে হবে  |   যেহেতু  এখানে কারো অধীনে থেকে কাজ করতে হয়না তাই আপনি যদি কাজে ভালো ভাবে দক্ষ্য হন তাহলে  একটি ওয়েব সাইটের ‍ পাশাপাশি ভিন্ন ভিন্ন সাইট রান করতে পারবেন | 

 


ওয়েবসাইটে মূলত ব্লগার রা এড বসিয়ে আয় করে থাকে | যেমন ঃ  একটি ওয়েবসাইটে মাসে ১৫-২০ হাজার ভিউস হলে সেখান থেকে ব্লগাররা ১৫ হাজার থেকে ২০ হাজারের মতো টাকা পেয়ে তাকে|  তাহলে আপনি চিন্তা করুন একটি ওয়েবসাইটে যদি ৩০০০ বা এর বেশি পোস্ট থেকে থাকে এবং একটি পোস্ট এ যদি দৈনিক ১৫/২০ ভিজিটর হয় তাহলে ৩০০০ পোস্ট এ কত হবে ? নিশ্চয় আন্দাজ করতে পারতেছেন কত টাকা আয় হতে পারে | আমি শুধু মাত্র ৩০০০ হাজার পোস্টের কথা বলছি |  যদি আপনি দিনে ২ টা করে পোস্ট করতে পারেন তাহলে এ সংখ্যা আরো ছাড়িয়ে যাবে |   



ব্লগিং করে যেভাবে বা যে কাজ গুলো করে  টাকা আয় করা যায় তা নিম্মরুপঃ


১. বিজ্ঞাপন দেখিয়ে আয় 


২. পণ্য বিক্রি করে আয় 


৩.অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় 


৪. অনলাইনে সেবা প্রধান করে আয় 


৫. স্পন্সর করে  আয় 


৬.কোর্স বিক্রি করে আয় 



এগুলো ছাড়া ও আরো অনেক কাজ রয়েছে যা করে আপনি ব্লগিং থেকে আয় করতে পারবেন |   





আরো পড়ুন ঃ


আসল Boya M1 মাইক্রোফোন চিনবেন যেভাবে 

       

SSC ও এইস এস সি  তে  A+   পাওয়ার উপায় 


পডালেখার পাশাপাশি অনলাইন থেকে আয় করার ৫টি সেরা  উপায়


ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম ২০২৩


  ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২৩


ফ্রিল্যান্সিং কি ? এবং কিভাবে শুরু করব এ টু জেড 






ব্লগিং  সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর 




ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন  ?



উঃ একজন ব্লগার সাধারণত এডসেন্স  পাওয়ার পর আয় করে থাকে |  ব্লগ থেকে আয় করার অবশ্যই এডসেন্স এপ্রুভাল প্রয়োজন 




ব্লগ কি ? 



উঃ ব্লগ হচ্ছে ব্লগার দ্বারা গঠিত  টেক্স ভান্ডার|   সাধারনত  একজন ব্লগারের লেখাকে ব্লগ বলা হয়ে থাকে |   

   



ব্লগ থেকে কি ধরনের আয় হয় ? 



উঃ ব্লগ থেকে মাসে হাজার হাজার টাকা থেকে শুরু করে লক্ষ্য লক্ষ্য টাকা আয় হতে পারে|   ব্লগ থেকে  কত টাকা আয় হবে তা আপনার ব্লগ কোয়ালিটি এবং ব্লগ সংখ্যার উপর নির্ভর করে |   




শিক্ষা মূলক ব্লগ কি ?



উঃ শিক্ষামূলক ব্লগ বলতে যেখানে প্রাথমিক ,মাধ্যমিক  ,উচ্চ মাধ্যমিক  এবং সকল ধরনের শিক্ষণীয় বিষয় নিয়ে লেখালেখি তাকে |   শিক্ষামূলক  ব্লগ সাইট থেকে ছাত্র বা যেকোনো স্তরের মানুষ অনেক কিছু শিখতে পারে |  এই ধরনের ব্লগে শিক্ষা মূলত আলোচনা হয়|   




ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন ? 



উঃ একটি  ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি  আপনাকে কতগলো বিষয় আগে থেকে ভেবে নিতে  হবে|  যেমন ঃ ব্লগ সাইটে কোন থিম ব্যবহার করবেন ,কি নাম দিবেন  ইত্যাদি|  ওয়েবসাইট তৈরি করার নিয়ম জানতে ক্লিক করুন 




আমি কিভাবে ব্লগিং শুরু করতে পারি ? 



উঃ ব্লগিং শুরু করার জন্য প্রথমত  অবশ্যই আপনাকে টাইপিং এ দক্ষ হতে হবে| তারপর  একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করুন| সাইট তৈরি করার পর টাকা থাকলে বা খরচ করতে চাইলে ডোমেইন ও হোস্টিং কিনুন| আর যদি আপনার টাকা খরচ করার সামর্থ না থাকে তাহলে ফ্রীতে শুরু  করে দিন | এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যেহেতু আপনি ব্লগিং থেকে টাকা আয় করার জন্য কাজ করতেছেন তাই কিছু টাকা খরচ হলেও ডোমেইন হোস্টিং কিনে ফেলুন |



আরো জানুন 

 ইউটিউব চ্যানেল খোলার নিয়ম





শেষ কথা 


আশা করি যারা  ব্লগিং করে কত টাকা আয় করা যায়  এই বিষয়ে জানতে চান আজকের আর্টিকেলটি তাদের অনেক উপকারে এসেছে|  এরকম ব্লগিং ,ইউটিউবিং ,ফ্রিল্যান্সিং , ফেসবুকিং,টেকনোলজি  সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন |



ফেসবুক পেজ -My iT Bari

ইউটিউব চ্যানেল -My iT Bari 

টুইটার - https://twitter.com/myitbari


Post a Comment (0)
Previous Post Next Post