নতুন ল্যাপটপ কেনার আগে করণীয়

    

          নতুন বা পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় 




নতুন ল্যাপটপ কেনার আগে করণীয় 




      আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো  আছেন| আজকের এই   পোস্টটি শুধুমাত্র তাদের জন্য  যারা  ” নতুন ল্যাপটপ কেনার আগে করণীয়  ” সম্পর্কে  জানতে চান| এই পোস্ট পড়ার মাধ্যমে আপনি একটি ভালো ল্যাপটপের বিষয়ে এ টু জেড জানতে পারবেন | 


বাইক বা শখের জিনিস কেনার মতো কারো কারো ল্যাপটপ কেনা একটি শখের বিষয় হয়ে দাড়ায়|তাই তো লোকে ল্যাপটপ কেনার সময় ভালো ল্যাপটপ কেনার চেষ্ঠা করে | যদি আপনি ও চান আপনার কেনা ল্যাপটপ যেন অনেক বছর ভালো থাকে এবং ভালো সার্ভিস দিয়ে যাক তাহলে অবশ্যই একটি ভালো ল্যাপটপ কিনতে হবে |


ল্যাপটপ কেনার আগে যে সব বিষয় লক্ষ্য রাখতে হবে 



 ব্রান্ড 


আপনি যদি ল্যাপটপ কেনার চিন্তা করেন তাহলে সর্বপ্রথম আপনাকে ব্রান্ড সিলেক্ট করতে হবে |  কেননা ব্রান্ড অনুযায়ী ল্যাপটপের দাম বাড়তে বা কমতে পারে | ধরুন আপনার বাজেট ৫০ হাজার টাকার মধ্যে তাহলে আপনি কি ১ লক্ষ্য টাকায় পাওয়া যাবে|এরকম ব্রান্ড চয়েস করতে পারবেন ? তাই আপনি ল্যাপটপ কেনার আগে ব্রান্ড সিলেক্ট করুন| ব্রান্ড যেমন ঃ অ্যাপল , Hp , Dell ইত্যাদি  এখানে ব্রান্ডের ভিন্নতা অনুযায়ী একই কনফিগারেশনের  ল্যাপটপ  এর দাম কম বেশি হয়| আপনাকে ল্যাপটপ কেনার আগে আপনাকে অবশ্যই একটি ভালো ব্রান্ড সিলেক্ট করতে হবে |




 স্ক্রিন সাইজ  এবং টাচস্ক্রিন 



ব্রান্ড নির্বাচন করার পর নির্ধারণ করুন ল্যাপটপ কি টাচস্ক্রিন  হবে নাকি টাচস্ক্রিন ছাড়া হবে| কেননা আপনি যদি টার্চস্ক্রিন যুক্ত ল্যাপটপ কিনেন তাহলে কিছু  এক্সট্রা সুবিধা পাবেন|যা টার্চস্ক্রিন ছাড়া ল্যাপটপে পাবেন না| আর আপনার ল্যাপটপ সাইজ কত হবে তা কাজ অনুযায়ী সিলেক্ট করুন| তবে এক্ষেত্রে একটু ভেবে নিবেন  যে আপনার ল্যাপটপ কি দূরে কোথাও বহন করবেন ? অথবা আপনি কি সিনেমা দেখার জন্য ল্যাপটপ নিবেন ইত্যাদি বিষয় মাথায় রেখে আপনাকে ল্যাপটপ কিনতে হবে | কেননা বাড়িতে সিনেমা দেখা বা কাজ করা ল্যাপটপ আর যেকোনো জায়গায় বহন করা ল্যাপটপের মধ্যে অনেক পার্থক্য রয়েছে |



ওজন 



আপনি যদি ল্যাপটপ কিনতে গিয়ে একটি ভারী ওজনের ল্যাপটপ কিনে পেলেন তাহলে পরবর্তীতে আপনাকে যে কোনো কাজ করতে গেয়ে  পস্তাতে হবে|   ল্যাপটপ সাধারনত কোলে করে বা ব্যাগে করে বহন করার ‍ জন্য ‍ বেশি জনপ্রিয়| সেক্ষেত্রে আপনি যদি একটি  অতিরিক্ত ভারী ওজনের ল্যাপটপ কিনে পেলেন তাহলে তা দিয়ে বেশি আরামদায়ক কিছু কাজ করতে পারবেন না| ভারী হওয়ায় তা বহনে ও অসুবিধা হবে  আর বেশী ওজন হওয়ার ফলে আপনাকে যে কোনো কাজ নির্দিষ্ট স্থানে বসে করতে হবে |




ডিসপ্লে 



আপনাকে ল্যাপটপ কেনার সময় অবশ্যই ডিসপ্লে  এর দিকে নজর দিতে হবে   নতুন বা পুরাতন যে ল্যাপটপ কিনুন না কেন আপনাকে ডিসপ্লে একটু ভালো দেখে কিনতে হবে  |  না হয় কাজ করার  ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন  আপনি যদি একটি ভালো মানের ডিসপ্লে যুক্ত ল্যাপটপ না কিনেন তাহলে তা আপনার কাজে অসুবিধা সৃষ্টি করবে |





র‌্যাম 




আপনি যে ল্যাপটপ নিবেন তা যে কাজের সে অনুযায়ী র‌্যাম সিলেক্ট করুন |  আপনি কাজের উপর বৃত্তি করে ৪ জিবি ৮ বা ১৬ জিবি র‌্যাম কিনতে পারেন | তবে এক্ষেত্রে র‌্যাম অনুসারে আপনার নেওয়া ল্যাপটপের দাম বাড়তে বা কমতে পারে| আপনি  যদি শুধুমাত্র সিনেমা বা বাড়ির কাজের হিসাব নিকাশের জন্য ল্যাপটপ কিনেন তাহলে র‌্যাম তেমন  একটা বেশী প্রয়োজন হবে না |  আর যদি যেকোনো ভারী সফটওয়্যার বা কাজ করার জন্য ল্যাপটপ কেনার চিন্তা করেন তাহলে আপনাকে ৮ জিবি অথবা ১৬ জিবি র‌্যাম এর ল্যাপটপ কিনতে হবে |




স্টোরেজ 



আপনি যদি ল্যাপটপে বেশি স্টোরেজ ব্যবহার করেন তাহলে অনেক বেশি তথ্য জমা রাখতে পারবেন |  আপনার বাজেট কম হলে হার্ডডিস্ক আর বাজেট বেশি হলে এস এস ডি ব্যবহার করতে পারবেন  | হার্ডডিস্ক থেকে এসএসডি এর দাম একটু বেশি হবে  আর ১০০০ জিবি হার্ডডিস্ক  এর থেকে ২৫৬ জিবি এস এস ডি অনেক শক্তিশালী|তাই আপনি চেষ্টা করুন হার্ডডিস্ক এর পরিবর্তে  এস এস ডি নেওয়ার |





যেকোনো ল্যাপটপে কানেক্ট ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম






কনফিগারেশন 



আপনি নতুন ল্যাপটপ কিনতে গেলে অবশ্যই আপনাকে ল্যাপটপের কনফিগারেশন দেখতে হবে | আপনার ল্যাপটপের কনফিগারেশন যত ভালো হবে তত ল্যাপটপ দ্রুত কাজ করবে |  আপনার ল্যাপটপ আর একটি ডেস্কটপের সব একই হলে ও ল্যাপটপ থেকে ডেস্কটপ ভালো অনেক ভালো কাজ করবে |  আপনি যদি কনপিগারেশন এর ব্যাপারে এক্সপার্ট না হন তাহলে একজন দক্ষ ব্যাক্তিকে নিয়ে যান আপনার  সাথে | 








ইন্টারনেট সংযোগ 




আপনি ল্যাপটপ নেয়ার আগে  Wifi  বা ইন্টারনেট সংযোগ করুন | কেননা  আপনি যখন ল্যাপটপ কিনবেন তখন দোকানে আপনার প্রয়োজনীয় এপ গুলো ইনস্টল করে নিন |  আর আপনি যদি তা ইনস্টল করে না নেন তাহলে পরবর্তীতে এগুলো আপনার থেকে ইনস্টল করতে সমস্যা হবে  যদি আপনি দক্ষ না হন |




ব্যাটারি 



আপনি যত দামী ল্যাপটপ কিনেন না কেন তা যদি কাজ করার ক্ষেত্রে ভালো সময় ধরে ব্যবহার করা না যায় |তাহলে তা দরকারের সময় কোনো কাজে আসবে না | তাই আপনি ল্যাপটপ কেনার আগে অবশ্যই ল্যাপটপের ব্যাটারি ব্যাকাপ সম্পর্কে জেনে নিন|  আপনি অবশ্যই ৬ -৭ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকাপ পাওয়া যায় এমন ল্যাপটপ কেনার চেষ্ঠা করবেন|  আপনি যদি ভালো ব্যাকাপ দেয় এরকম ল্যাপটপ কিনতে পারেন তাহলে তা  দীর্ঘক্ষন ধরে ব্যবহার করতে পারবেন| 





কিবোর্ড 



আপনি ল্যাপটপ কেনার আগে চিন্তা করে নিবেন আপনার কাজের জন্য কোন ধরনের কি- বোর্ড প্রয়োজন |  এই কথা বলার কারণ হচ্ছে যে বর্তমানে ল্যাপটপে দুই ধরনের কি-বোর্ড দেওয়া থাকে  একটি নরমাল   এবং অন্যটি ব্যাকলিংক কি-বোর্ড | যা অন্ধকারে ব্যবহার করার অনেক সুযোগ রয়েছে  তো আপনি  ল্যাপটপ কেনার আগে কোন ধরনের কি-বোর্ড নিবেন তা সিদ্ধান্ত নিয়ে নিন | যদি আপনি রাতের দিকে ও কাজ করে থাকেন তাহলে আপনি ব্যাকলিংক কি- বোর্ড কিনতে পারেন |





                       ইউটিউব চ্যানেল খোলার নিয়ম






শেষ কথা

 



আশা করি যারা " নতুন ল্যাপটপ কেনার আগে করণীয়  " বিষয়ে জানতে চান আজকের আর্টিকেলটি তাদের অনেক উপকারে এসেছে|  এরকম আরো টেক    ব্লগিং ,ইউটিউবিং ,ফ্রিল্যান্সিং , ফেসবুকিং,টেকনোলজি  সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন |




ফেসবুক পেজ -My iT Bari


ইউটিউব চ্যানেল -My iT Bari 


টুইটার - https://twitter.com/myitbari




Post a Comment (0)
Previous Post Next Post