Threads একাউন্ট খোলার নিয়ম | Threads Account

Threads একাউন্ট  খোলার নিয়ম




Threads একাউন্ট  খোলার নিয়ম
Threads একাউন্ট  খোলার নিয়ম




আসসালামু আলাইকুম , আশা করি সকলে ভালো আছেন| আজকের আর্টিকেল পড়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন  Threads  একাউন্ট খোলার নিয়ম|এছাড়া আরো জানতে পারবেন  Threads একাউন্ট এর কাজ কি এবং কেন আমরা এটি ব্যবহার করব |



আজকাল বাজারে নতুন নতুন সোশ্যাল মিডিয়ার আগমনের মধ্যে   Threads  অন্যতম| যেটি ইনস্টাগ্রামের একটি এপ | ইনস্ট্রাগ্রমের এপ হওয়ায়  আপনি সরাসরি  এটিকে ইনস্ট্রাগ্রাম থেকে এক্সেস করতে পারবেন| এটিতে আপনি টুইটারের থেকে কিছু গুরুত্ব পূর্ন সুবিধা পাবেন | এটি  সামাজিক মিডিয়ার মতো কাজ করবে | এটিতে  আপনি গ্রুপ চ্যাট ,পোস্ট ,  মেসেন্জার ফিচার সহ আরো অসংখ্য ফিচার পাবেন |  





 Threads একাউন্ট  খোলার জন্য কি কি প্রয়োজন 




Threads যেহেতু ইনস্ট্রাগ্রামের একটি এক্সটেনশন |  তাই আপনার Threads একাউন্ট খুলতে কিছু জিনিস অবশ্যই থাকতে হবে | যেমন ঃ


১.একটি ইনস্ট্রাগ্রাম একাউন্ট |  



২.ইনস্ট্রাগ্রাম একাউন্ট এর ইউজারনেম |  



৩.Threads এপ  যা আপনি গুগল  প্লে স্টোর এ সার্চ করলে পাবেন |  






ফ্রিতে ওয়েব সাইট তৈরি করার নিয়ম


         






Threads একাউন্ট  খোলার নিয়ম






প্রথমে আপনি  Threads এপটি ওপেন করুন তারপর নিচের বলা নিয়ম গুলো অনুসরন করুন | 



১.অ্যাপ ওপেন করার পর আপনার সামনে  ইনস্টাগ্রাম আইডির নাম সো করবে  তার উপর ক্লিক করুন | 



২.তারপর  Profile নামে একটি লেখা দেখা যাবে , সেখানে থাকা 

(Name , Bio , Link ) এড করুন অথবা import এ ক্লিক করুন  | 



৩.import এ ক্লিক করার পর সেই (Name , Bio , Link ) বক্স গুলো পূরন হয়ে যাবে| এক্ষেত্রে আপনি শুধুমাত্র নাম চেন্জ করতে পারবেন না | 



৪.তারপর Continue তে ক্লিক করুন |  এবার আপনার সামনে Privacy নামে একটি লেখা দেখা যাবে| যেখানে আপনি    Public Profile  এবং  Private Profile লেখা দেখতে পাবেন| এই দুটি লেখার মাধ্যমে আপনার প্রোফাইল কি কেউ দেখতে পাবে নাকি কেউ দেখতে পাবেনা তা সিলেক্ট করুন | এখানে কেউ দেখতে পাবেনা বলতে শুধুমাত্র আপনার ফলোয়ার রা দেখতে পাবে|  



৫.দুটি থেকে যেকোনো একটি বাচাই করে সিলেক্ট করার পর কন্টিনিউ লেখায় ক্লিক করুন | 



৬. তারপর আপনার সামনে ফলো করার একটি অপশন আসবে  সেখান থেকে আপনি চাইলে ফলো অল করতে পারেন | আর  যদি কিছু সংখ্যক মাত্র ফলো করতে চান তাহলে তাদের নামের পাশে ফলো লেখায় ক্লিক করুন |  তারপর ফলো অল করলে অথবা যদি কিছু সংখ্যক ফলো করে ডানে থাকা তীরের মতো অপশনটিতে ক্লিক করুন | 




৭.তারপর আপনার সামনে How Threads Works লেখা দেখা যাবে | সেখানে সবচেয়ে নিচে থাকা  Join Threads লেখায় ক্লিক করুন | 




৮. ক্লিক করার পর আপনি  Threads এপ এর হোম এ প্রবেশ করবেন | 



এখানেই শেষ আপনার একাউন্ট খোলার কাজ 





ইউটিউবে সফল হওয়ার হওয়ার উপায়





 Threads  নিয়ে কিছু প্রশ্নউত্তর 





 Threads এপটি কি? 




 Threads এপ হলো ফেসবুক প্রতিষ্ঠাতার তৈরি করা একটি সামাজিক যোগাযোগ সাইট যা একটি  ইনস্টাগ্রাম এর মেসেন্জার হিসেবে কাজ করবে | একটি সামাজিক মিডিয়া এপ   যাতে আপনি টুইটারের থেকে ও বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন| এটি ইনস্টাগ্রাম এর সাথে সম্পর্কিত এবং যুক্ত একটি  এপ  যা  ইস্টাগ্রাম এর এক্সটেনশনের মতো কাজ করবে |  




 Threads এপটি কেন ব্যবহার করবেন ? 



 Threads  এপটি সাধারণত ইনস্টাগ্রাম এর সুযোগ সুবিধা বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করবে | Threads  এপটিতে প্রবেশ করার জন্য আপনি ইনস্টাগ্রাম একাউন্ট ব্যবহার করতে পারেন  |  Threads  এপে আপনি বন্ধুদের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন ,প্রিয় ব্রান্ড এবং ব্যাক্তির সাথে একটি গোষ্ঠির মধ্যে থাকতে পারবেন  এবং সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিস শেয়ার করতে পারবেন | এই এপটি ইনস্টাগ্রাম এর ব্যবহারকে আরো সহজ করে দিবে | 




 Threads এপের কিছু গুরুত্বপূর্ন ফিচার ? 



১.গ্রুপ চ্যাট ঃআপনি ব্যবহার কারীদের সাথে চ্যাট করতে পারবেন | 



২.ফলো নির্ধারন ঃ আপনি নিজের যে কাউকে ফলো বা আন ফলো করতে পারবেন | 



৩.একটিভিটি  চেক করা যায় | 





কিভাবে  Threads এপ ব্যবহার করবেন ?



 Threads এপ ব্যবহারের জন্য প্রথমে অ্যাপটি ইনস্টল করুন |  আপনার মোবাইল ডিভাইসে যদি ইনস্টাগ্রাম এপটি ইনস্টল থাকে তাহলে আপনি  Threads অ্যাপ এর মাধ্যমে চ্যাট করতে পারবেন |  এপ ইনস্টল করার পর লগইন করুন তারপর আপনার সামনে এর সম্পুর্ন ফিচার সো করবে |  এখন আপনি চাইলে চ্যাট ,মেসেজ ইত্যাদি কাজ করতে পারবেন | 





শেষ কথা

 



আশা করি যারা "  Threads একাউন্ট  খোলার নিয়ম  " সম্পর্ক জানতে চান  আজকের আর্টিকেলটি তাদের অনেক উপকারে এসেছে|  এরকম আরো টেক ,   ব্লগিং ,ইউটিউবিং ,ফ্রিল্যান্সিং , ফেসবুকিং,টেকনোলজি  সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন |




ফেসবুক পেজ -My iT Bari


ইউটিউব চ্যানেল -My iT Bari 


টুইটার - https://twitter.com/myitbari




Post a Comment (0)
Previous Post Next Post