আসল Boya M1 মাইক্রোফোন চিনবেন যেভাবে
![]() |
আসল Boya M1মাইক্রোফোন চিনবেন যেভাবে |
আসসালামু আলাইকুম ,আশা করি সকলে ভালো আছেন| আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্য যারা Boya M 1 মাইক্রোফোন আসল নকল চেনার উপায় খুজতেছেন| আমি সম্পূর্ন বিশ্বাসের সাথে বলতে পারি আপনি এই আর্টিকেল পড়ার মাধ্যমে খুব সহজে Boya M 1 আসল নকল চিনতে পারবেন| এছাড়া আরো জানতে পারবেন Boya M1 মাইক্রোফোন এর বৈশিষ্ট্য , প্রাইস ইত্যাদি |
Boya M1 এমন একটি মাইক্রোফোন যেটি দামে কম হলেও কাজে অনেক বেস্ট| বড -ছোট ইউটিউবার থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান বা ব্যাক্তি Boya M1 মাইক্রোফোনটি ব্যবহার করে থাকে| আপনি যদি কম খরচ করে একটি ভালো মাইক্রোফোন কিনতে চান তাহলে Boya M1 মাইক্রোফোনটি আপনার জন্য| তবে এটির জনপ্রিয়তা বেডে যাওয়ার কারণে কিছু কু চক্র মহল এর ডুপ্লিকেট তৈরি করেছে| যা একজন কাস্টমারকে অনেক সময় বিভ্রান্তির মুখে ফেলে দেয় | একজন কাস্টমার যখন এই পোডাক্টটি কিনতে যায় তখন চোখে দেখে বোঝা বেশ কঠিন কোনটা আসল আর নকল |
আপনি কি জানেন Boya M1 মাইক্রোফোন ভিন্ন ভিন্ন বৈশিষ্টের কারণে জনপ্রিয়তা লাভ করেছে | এটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যার কারণে যেকোনো ইউটিউবার তাদের ইউটিউব জার্নি শুরু করার আগে Boya M1 কেনার চিন্তা করে থাকে|
Boya M1 মাইক্রোফোনের বৈশিষ্ট্য
উচ্চ ও গুণগত সাউন্ড ঃ Boya M 1 অনেক দামি মাইক্রোফোনের মতো সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে| এটি নয়েজ রিমুভ করে আপনাকে একটি সুন্দর সাউন্ড উপহার দিবে| তবে এর সুবিধাগুলো সঠিকভাবে পাওয়ার জন্য এর সঠিক ব্যবহার জানতে হবে|
সুলভ ব্যবহার ঃ Boya M1 মাইক্রোফোনটি আপনি চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন| এটি মোবাইল ফোন ,ল্যাপটপ ,ট্যাবলেটে খুব সহজে সংযুক্ত করা যায়|
সহজে নিয়ন্ত্রন করা যায়ঃ Boya M1 মাইফ্রোনটি ব্যবহারের সময় আপনি চাইলে খুব সহজে সাউন্ড ভলিউম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন| আপনি চাইলে সম্পূর্ন ভাবে এটি কন্ট্রোল করতে পারবেন|
পরিবহন সুবিধা ঃ Boya M 1 মাইক্রোফোনটি আকারে ছোট হওয়ায় আপনি যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন| এটির সাথে ছোট একটি ব্যাগ থাকে যাতে করে আপনি সহজে পরিবহন করতে পারবেন|
এগুলো ছাড়া ও এর আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যা এখানে উল্লেখ করা হয়নি |
আসল Boya M1 মাইক্রোফোন চিনবেন যেভাবে
আগে বলেছি Boya M 1 যেহেতু একটি ভালো মাইক্রোফোন| তাই কিছু সাধু ব্যবসায়ী এর ডুপ্লিকেট তৈরি করে মার্কেটে ছড়িয়ে দিয়েছে| যেগুলো আসল মাইক্রোফোন থেকে কিছুটা কম দামে বিক্রি করে থাকে অথবা আসল বলে চালিয়ে দে|
আপনি যেভাবে ক্রয় করলে এর আসল বা নকল পোডাক্ট চিনতে পারবেন |
১. যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে যেকোনো বিশ্বস্ত সাইট থেকে কিনুন | বিশ্বস্ত সাইট থেকে কিনলে ঠকার সম্ভবনা একটু কম থাকে |
২. আপনি নিজে সরাসরি দোকানে গিয়ে কিনলে অনেক ভালো হয়| কেননা অনলাইনে আপনি হয়তো ভুল সাইট থেকে ক্রয় করলে আসল পোডাক্ট না ও পেতে পারেন | দোকানে গিয়ে কেনার সময় আসল Boya M 1 মাইক্রোফোন পাওয়ার জন্য যে উপায় অবলম্বন করতে হবে |
- পণ্যের প্যাকেজিং এর দিকে নজর দিন,ব্রান্ডের নাম ও লোগো দেখুন| আপনি যদি খেয়াল করেন তাহলে আসল ও নকলের মধ্যে বেশ কিছুটা তফাৎ দেখতে পাবেন |
- সবশেষে অবশ্যই আপনি এর QR কোডের ওপরে থাকা স্ক্রাচ টি ঘসুন | তারপর সেখান থেকে একটি কোড বের হবে | তারপর সেই কোডটি দিয়ে আসল নকল চেক করার জন্য বয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন | তারপর ওপরের মেন্যু বার থেকে সাপোর্ট এ ক্লিক করুন | সেখানে থাকা সিকিউরিটি নাম্বার লেখাতে ক্লিক করুন | তারপর একটু নিচে আসলে Please enter your security code নামে একটি টেক্স বক্স দেখতে পাবেন | সেখানে আপনার স্ক্রাচ করা কোডটি প্রধান করুন| তবে এটি করার আগে অবশ্যই সাইন আপ করে নিতে হবে |
সাইন আপ করে কোড দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক | তারপর আপনি দেখতে পাবেন আপনার পোডাক্ট আসল কিনা নকল|
অথবা
আপনি পোডাক্ট এ থাকা QR কোডটি স্কান করুন| তারপর সেখানে একটি ১৩/ ১৬ ডিজিটের সিরিয়াল কোড দেখতে পাবেন| তারপর সেই কোডগুলোর নিচে থাকা Enquiry লেখাতে ক্লিক করুন | আপনার সামনে একটি নীল রংয়ের রাইট চিহ্ন দেখা যাবে যদি নীল রাইট চিহ্ন দেখা না যায় তাহলে বুঝতে হবে পণ্যটি নকল | তবে এই কাজটি শুধুমাত্র একবার করতে পারবেন |
আপনারা যদি আসল এবং নকল এর প্যাকেটের দিকে লক্ষ্য করেন তাহলে ও একটি পার্থক্য দেখতে পাবেন |
সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
Boya M1 এর মার্কেট প্রাইস কত ?
উঃ প্রাইস (৯৫০-১১৫০) টাকা| এখানে একেক সময় দাম বাড়তে বা কমতে পারে |
Boya M1 ওয়েবসাইট লিংক
উঃ Boya M1 ওয়েবসাইট লিংক https://www.boya-mic.com/product/by-m1
Boya M1 ব্যাটারি প্রাইস কত ?
উঃ Boya M1 ব্যাটারি pannasonic LR44 Price- 350tk (10 pcs Pack)|
Boya M1 মাইক্রোফোন দারাজ লিংক ?
উঃ https://www.daraz.com.bd/portable-audio-microphones/boya/
শেষ কথা
ফেসবুক পেজ -My iT Bari
ইউটিউব চ্যানেল -My iT Bari
টুইটার - https://twitter.com/myitbari