SSC ও HSC তে A+ পাওয়ার উপায়
![]() |
SSC ও এইস এস সি তে A+ পাওয়ার উপায় |
আসসালামু আলাইকুম ,আশা করি সকলে ভালো আছেন| আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা ” SSC ও HSC তে A+ পাওয়ার উপায়” খুজতেছেন | এই পোস্ট পড়ার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন পডালেখা করার কিছু গোপন টিপস এন্ড ট্রিকস |
পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার কৌশল ঃ
আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই কতগুলো নিয়ম মেনে পডালেখা করতে হবে| কিভাবে পড়ালেখা করলে এ + পাওয়া যায় তা নিচে উপস্থাপন করা হলো ঃ
১. ভালো করে পড়া ঃ সঠিকভাবে পড়ালেখা করার জন্য আপনি নির্দিষ্ঠ সময় নির্ধারণ করুন | প্রতিদিন নিয়ম করে পড়ুন| অবশ্যই গাইড বই থেকে পাঠ্য বইকে বেশি গুরুত্ব দিতে হবে | এবং আপনি চাইলে সমস্যার সমাধান করার জন্য নোট ব্যবহার করতে পারেন|
২.নোট তৈরি করা ঃ ক্লাসের গুরুত্ব পূর্ন বিষয়গুলো নোট করা| নোট যেন সুন্দর ও গোছালো হয় সেদিকে নজর রাখতে হবে| কেননা নোট যদি ভালো না হয় তাহলে তা পরবর্তীতে আপনার প্রয়োজনে তেমন কাজে আসবে না |
৩. পড়ার অভ্যাস করুন ঃ আপনি যদি নোট বা গাইড বই কিনে তা না পডে ফেলে রাখেন তাহলে তা আপনার জন্য তেমন উপকারের হবে না| তাই অবশ্যই নোট করার পাশাপাশি আপনাকে তা সঠিকভাবে পডতে হবে| আাপনি চাইলে নিয়মিত প্রশ্ন উত্তর তৈরি করে পডতে পারেন |
![]() |
SSC ও এইস এস সি তে A+ পাওয়ার উপায় |
৪.টাইম ম্যানেজমেন্ট ঃ একজন ছাত্রের জন্য টাইম ম্যানেজ মেন্ট খুবই গুরুত্বপূর্ন |আপনি পরীক্ষার আগে পরিকল্পনা করে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে সময় বিনিয়োগ করুন| যে বিষয়গুলো কম শেষ হয়েছে তা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্ঠা করতে হবে|আপনাকে সঠিক প্লান করে রুটিন তৈরি করতে হবে|
পরীক্ষায় এ+ পাওয়ার জন্য রুটিন করা খুবই গুরুত্বপূর্ন |
৫.প্রশ্নপত্র পাওয়ার পর ঃ পরীক্ষার হলে প্রশ্ন পত্র পাওয়ার পর তা দু তিন বার পড়তে হবে | সঠিকভাবে তা বুঝে তারপর সঠিক উত্তর টি লিখতে হবে | সময়ের দিকে লক্ষ্য রেখে প্রশ্ন পত্র উত্তর করতে হবে |
এ + পাওয়ার রুটিন
একজন ছাত্রের পরীক্ষায় এ + বা একটি ভালো রেজাল্ট করার জন্য রুটিন তৈরি করা খুবই গুরুত্ব পূর্ন কাজ| আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান তাহলে রুটিন তৈরি করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে| যেমন ধরুন আপনার বাংলা ,ইংরেজী এবং গণিত সহ সকল বিষয় সমানভাবে শেষ হয়নি |তাই আপনি যদি কম শেষ হওয়া বই পড়ার প্রতি তেমন গুরুত্ব না দেন তাহলে পরীক্ষার আগের দিনগুলোতে খুব বেশি চাপের মধ্যে থাকতে হবে |যা কোনো ছাত্রের জন্য কাম্য নয় তাই পরীক্ষার আগের এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি সঠিক রুটিন তৈরি করে পড়তে হবে | আমি কিছু রুটিন ফরমাট সাজেশন দিলাম আশা করি সকলের কাজে আসবে |
সকাল দুপুর রাত
(৫/৬.০ - ৮.০০ ) (১২.০ - ১.২০) (৬.০ - ৮.০)
-ধর্মীয় কাজ + কঠিন সাবঃ মধ্যম সহজ বই পডা সহজ পডা + নোট
(৮.৩০ - ৯.০০) (১.৫০ -৪.৩০) ( ৯.০০ - ১০.০০)
রিভাইস করা ঘুম + সহজ সাঃ নির্দিষ্ঠ সাঃ পডা
৯.০০ -১২.-০০ (৪.৩০ - ৫.৫০) (১০.২০- ১২/১১.০)
অধ্যায় টার্গেট বিরতি বা পডা পডা + রিভাইস
করে পডা
এই রুটিন যাষ্ট একটি ফরমেট হিসেবে ব্যবহার করতে পারেন | আপনার কোন বিষয় কোন সময়ে পডলে ভালো হবে তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে | তবে আপনার লক্ষ্য যেহেতু পরীক্ষায় ভালো রেজাল্ট অথরা এ+ পাওয়া তাই আপনাকে সঠিকভাবে নিয়ম করে পড়ালেখা চালিয়ে যেতে হবে | একটা কথা মনে রাখবেন আপনি যে এ + পাওয়ার আশা করে আছেন তা না পড়ে অর্জন করা কখনো সম্ভব নয় |
আশা করি এই ফরমেট অনুসরণ করে আপনি রুটিন তৈরি করলে খুব সহজে পডা ও বই শেষ করতে পারবেন |
এসএসসি তে গোল্ডেন এ+ পাওয়ার উপায়
![]() |
SSC ও এইস এস সি তে A+ পাওয়ার উপায় |
এসএস সি পরীক্ষা ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ন পরিক্ষা | কেননা এ পরীক্ষা নির্ধারণ করে আপনি কতটুকু ভালো একজন ছাত্র | যেহেতু বর্তমানে শিক্ষার মাপকাঠি হিসেবে পরীক্ষার সার্টিফিকেট ও রেজাল্ট কে বিবেচনা করা হয় তাই আপনাকে একটি ভালো কলেজ অথবা ভার্সিটিতে পডতে হলে একটি ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে | এসএসসি তে আপনি এ + পাওয়ার জন্য যেসব বিষয় গুরুত্বে রাখবেন তা নিম্মরুপঃ
১. অবশ্যই নিয়মিত পডালেখা করতে হবে|
এসএসসি তে এ + পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত পডালেখা করতে হবে | এক্ষেত্রে আপনি যদি একটি সঠিক রুটিন তৈরি করে তা ফলো করতে পারেন তাহলে আপনি অনেক এগিয়ে থাকতে পারবেন |
২. নোট তৈরি করতে হবে |
আপনি সারা বছর যাই পডেন না কেন যদি আপনার একটি সঠিক নোট না থাকে তাহলে সে পড়া পরীক্ষার সময় তেমন কোনো কাজে আসবে না |
৩. ক্লাস চলা কালীন শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনতে হবে |
আপনি যদি ক্লাসে শিক্ষকের কথা ভালো ভাবে না বুঝে থাকেন তাহলে বার বার জিজ্ঞেস করে সেগুলো বুঝে নিন| যা আপনাকে পরবর্তীতে ভালো রেজাল্ট করতে অনেক হেল্প করবে|
৪. বোর্ড এ আসা প্রশ্ন গুলো আলাদা করে বার বার রিভাইস করতে হবে |
বোর্ড আসা প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন বাার বার প্রাক্টিস করুন বোর্ড প্রশ্ন যেহেতু রিফিট হয় তাই আপনি বোর্ড প্রশ্ন পডার মাধ্যমে অনেক কিছু কমন পাবেন |
৫. মডেল টেস্ট দেওয়ার চেষ্ঠা করুন | যা আপনার প্রস্তুতিকে অন্য লেভেলে পৌছে দিবে |
আপনি সারা বছর যা পডছেন তা মডেল টেস্টের মাধ্যমে প্রাক্টিস করুন | মডেল টেস্ট পরীক্ষা আপনার এ + পাওয়ার আত্মবিশ্বাস কে আরো বৃদ্ধি করবে |
৬.অবশ্যই পডালেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তা থেকে চাইতে হবে |
আপনি যত পডালেখা করুন না কেন যদি আপনার মালিক বা সৃষ্টিকর্তা আপনার উপর খুশি না থাকে তাহলে আপনি ভালো রেজাল্ট করা থেকে হয়তো সরিয়ে যেতে পারেন | তাই অবশ্যই আাপনার সৃষ্টিকর্তার কাছে ভালো কিছু প্রার্থনা করুন |
এ + পাওয়ার জন্য কত ঘন্টা পড়তে হবে
আপনার পড়ার ধরনের উপর নির্ভর করে আপনি দৈনিক কত ঘন্টা পডালেখা করবেন | আপনার যদি বই ভালো ভাবে শেষ হয়ে না থাকে ,আপনি যদি মনে করেন আপনার সবগুলো বিষয় আবার রিভাইস দিতে হবে তাহলে সেক্ষেত্রে একটা সময় দিতে হবে| আবার আপনি যদি মনে করেন আপনার সব বিষয়ে ভালো ভাবে আয়ত্তে আছে তাহলে অন্য রকম পডতে হবে | আপনি যদি পরীক্ষায় এ + পেতে চান তাহলে দৈনিক কমপক্ষে ১০-১২ ঘন্টা পডালেখা করুন যদি তাতে ও আপনার সব বিষয় সুন্দরভাবে কাভার হওয়ার সম্ভবনা না থাকে তাহলে আপনি পডার সময় আরো বৃদ্ধি করতে পারবেন |
এ +পাওয়া সম্পর্কিত প্রশ্ন উত্তর
আমি কি এক বছর পডালেখা করে এ + পাব ?
উঃ আপনি একবছর পডালেখা করে এ + পাবেন কিনা তা সম্পূর্ন আপনার উপর নির্ভর করে | কেননা চাইলে একবছর পডালেখা করে এ + আনা সম্ভব তবে এটি আর্টস এবং কমার্স এর ক্ষেত্রে হতে পারে | তবে বলা যায় যে সাইন্সের ক্ষেত্রে একবছর পডা লেখা করে এ + আনা অসম্ভব |
এ + পেতে হলে কি কি করতে হবে ?
উঃ প্রথমে আপনাকে অবশ্যই পাঠ্যবই শেষ করতে হবে| তারপর চাইলে গাইড বই পডতে পারেন নিয়মিত পডালেখা করতে হবে | ভালো বন্ধুদের সাথে পডালেখা করতে হবে গ্রুপ স্টাডি করতে হবে |
এসএসসি তে কিভাবে পডলে এ+ পাওয়া যায় ?
উঃ আমি আগে অনেকবার বলেছি এ + পাওয়ার জন্য অবশ্যই স্মার্ট স্টাডি করতে হবে | স্মার্ট স্টাডি বলতে সঠিকভাবে প্লান করে পডালেখা করাকে বোঝায় | আপনি যদি সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে পডালেখ করতে পারেন তাহলে এ + পাওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে |
শেষ কথা
আপনারা যারা SSC ও এইস এস সি তে A+ পাওয়ার উপায় খুজতেছেন আশা করি এই পোস্টটি তাদের অনেক কাজে এসেছে | এই পোস্ট পডার ফলে আপনি এ + যা যা করতে হবে বা মানতে সে বিষয়ে একটি সঠিক গাইডলাইন পেয়েছেন এরকম স্টাডি টিপস ,ব্লগিং ,ফেসবুকিং ,ইউটিউবিং এবং টেক বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন|
ফেসবুক পেজ -My iT Bari
ইউটিউব চ্যানেল -My iT Bari
টুইটার - https://twitter.com/myitbari