সহজ নিয়মে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার উপায়
![]() |
সহজ নিয়মে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার উপায় |
আসসালামু আলাইকুম , আশা করি সকলে ভালো আছেন| আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা "সহজ নিয়মে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার উপায় " সম্পর্কে জানতে চাচ্ছেন| আপনি যদি মোবাইল বিক্রি করেন তাহলে অবশ্যই আপনার মোবাইল আগে ফ্ল্যাস দিতে হয় | আরো অনেক কারণে মোবাইল ফ্ল্যাস দেওয়ার প্রয়োজন পড়ে | যেমন ঃ মোবাইল খুব স্লো হয়ে যাওয়া , সেট মেমোরি ফুল হয়ে থাকা ইত্যাদি |
কেন একটি মোবাইল ফ্ল্যাশ দিতে হয়
আপনার মোবাইল যদি অনেক বেশি হ্যাং করে তাহলে অবশ্যই ফ্লাস দিলে তা খুব দ্রুত হয়ে যাবে | তবে এক্ষেত্রে আপনার ফোনের সকল প্রকার তথ্য মুছে যাবে | SD মেমোরি ফুল হয়ে যাওয়া , স্লো হওয়া ইত্যাদি কারণে ফোন ফ্ল্যাশ করার প্রয়োজন পড়ে | অথবা ফোন বিক্রি করার আগে ও ফোন ফ্ল্যাস দেওয়ার প্রয়োজন পড়ে |
সহজ নিয়মে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার উপায়
ফোন ফ্ল্যাস করার জন্য আপনাকে কতগুলো নিয়ম মানতে হবে নিয়ম মানার পাশাপাশি যেহেতু ফ্ল্যাস দেওয়ার ফলে সবকিছু ডিলিট হয়ে যাবে | তাই প্রয়োজনীয় জিনিস গুলো সংরক্ষন করা অনেক জরুরি | যদি ফ্ল্যাস দেওয়ার আগে এ কাজটি করা না হয় তাহলে আপনার হারিয়ে যাওয়া তথ্য আর ফিরে পাবেন না বা পেতে অনেক কষ্ট হবে | চলুন কিভাবে মোবাইল ফ্ল্যাস দিতে হয় তা দেখে নেওয়া যাক |
১. প্রথমে আপনার ফোনের সেটিংস এ প্রবেশ করুন |
২.তারপর সার্চ বক্সে টাইপ করুন Backup and reset লেখা টাইপ করুন অথবা এই লেখাটি আপনার ফোনের সেটিংস থেকে খুজে বের করুন | লেখাটিতে প্রবেশ করুন |
৩. তারপর সেখানে থাকা Factory data reset লেখায় ক্লিক করুন|
৪.তারপর রিসেট ডিভাইস লেখায় ক্লিক করুন | সেখানে আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে | পাসওয়ার্ড দেওয়ার পর ডিলেট অল লেখায় ক্লিক করুন |
আপনার মোবাইল ফ্ল্যাস শুরু হয়ে যাবে | ফোন বন্ধ হয়ে অটোমেটিক খুলে যাবে তবে এখানে কিছু সেটিংস হবে |
শেষ কথা
আশা করি যারা "সহজ নিয়মে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার উপায় " সম্পর্ক জানতে চান| আজকের আর্টিকেলটি তাদের অনেক উপকারে এসেছে| এরকম আরো টেক , ব্লগিং ,ইউটিউবিং ,ফ্রিল্যান্সিং , ফেসবুকিং,টেকনোলজি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন |
ফেসবুক পেজ -My iT Bari
ইউটিউব চ্যানেল -My iT Bari
টুইটার - https://twitter.com/myitbari