ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড বের করার উপায়
![]() |
ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড বের করার উপায়
আসসালামু আলাইকুম , আশা করি সকলে ভালো আছেন| আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা "ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড বের করার উপায় " সম্পর্কে জানতে চাচ্ছেন | জিমেইল পাসওয়ার্ড বের করার পাশাপাশি আপনারা কিছু গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন |
আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকের মোবাইলে কমপক্ষে এক বা একাধিক জিমেইল আইডি থেকে থাকে| একাধিক জিমেইল আইডি হওয়ায় সাধারনত আমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি | একটি জিমেইল আছে এরকম অনেকে ও তাদের জিমেইল পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকে | সাধারনত কারো কারো এমন জিমেইল আছে খুবই স্বাভাবিক আবার অনেকের জিমেইল আছে যাতে অনেক গুরুত্বপূর্ন তথ্য থাকে | সে তথ্য গুলো রক্ষা করার জন্য তখন জিমেইল পাসওয়ার্ড খুবই জরুরি হয়ে পড়ে |
জিমেইল পাসওয়ার্ড বের করতে কি কি প্রয়োজন
জিমেইল আইডি খুলতে সাধারনত আমরা কিছু উপায় অবলম্বন করে থাকি |যেমনঃআমাদেরকে ভেরিফাই করার জন্য একটি মোবাইল নাম্বার দিতে হয় বা রিকভারি জিমেইল দিতে হয়|যা এখন আমরা জিমেইল আইডি ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যবহার করব|
একটি জিমেইল আইডিতে কি কি থাকতে পারে বা রাখা যায় ?
উঃ সাধারনত জিমেইল আইডির অধীনে আমাদের অনলাইনে কেনা কোর্স গুলো থেকে থাকে| তাছাড়া আপনি চাইলে জিমেইল আইডি ব্যবহার করে অনেক কিছু রাখতে পারেন|
আমরা অনলাইনে যেকোনো পন্য কিনতে গেলে সেখানে মোবাইল নাম্বার বা জিমেইল আইডি দিয়ে সাইন আপ করতে বলা হয়| জিমেইল দিয়ে সাইন আপ করার ফলে পরবর্তীতে তা প্রতিবার লগইন করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় | যদি আপনি স্মার্ট ফোন ব্যবহার করেন তাহলে অবশ্যই গুগল ড্রাইভ নামে একটি সফটওয়্যার দেখতে পেয়েছেন| মূলত গুগল ড্রাইভ এ একটি জিমেইল এর অধীনে অনেক কিছু তথ্য রাখা হয় বা লোকজন রাখে |
আমাদের কেন একটি জিমেইল একাউন্ট থাকা প্রয়োজন?
আমরা প্রত্যেকে বর্তমানে কম বেশি স্মার্ট ফোন ব্যবহার করে থাকি | যেখানে আমাদের কোনো না কোনো ভাবে প্লে স্টোর, ইউটিউব ,গুগল ইত্যাদি ব্যবহার করার প্রয়োজন হয় | যেগুলো সাধারনত ব্যবহার করার জন্য একটি জিমেইল একাউন্ট থাকা বাধ্যতামূলক হয়ে পড়ে| সঠিকভাবে স্মার্টফোনের সুবিধা পেতে একটি জিমেইল একাউন্ট থাকা খুবই গুরুত্বপূর্ন |
ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড বের করার উপায়
সাধারণত আমরা যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে যায় তা আমাদের মোবাইলে লগইন করা থাকে | যদি আপনার ও ফোনে জিমেইল আইডি লগইন করা থাকে তাহলে আপনি খুব সহজে আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন|
জিমেইল আইডির পাসওয়ার্ড বের করার উপায়
১.প্রথমে আপনি আপনার স্মার্টফোনকে আনলক করুন | তারপর আপনি যে জিমেইল আইডির পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন তা গুগল বা জিমেইল এ গিয়ে তার সেটিংস এ প্রবেশ করুন |যেমন আপনি আপনার মোবাইলে থাকা গুগল বা জিমেইল এপ এর মানুষের মতো থাকা আইকনে প্রবেশ করুন| তারপর সেখানে লগইন থাকা আপনার সেই জিমেইল এর গুগল একাউন্ট লেখায় ক্লিক করুন | সিকিউরিটি অপশন এ যান নিচের দিকে আপনি সে জিমেইল এর যাবতীয় বিষয় দেখতে পাবেন | যেমনঃরিকভারি মোবাইল নাম্বার ,ইমেল ইত্যাদি যদি আপনি পাসওয়ার্ড বের করতে চান তাহলে নিচের দিকে পাসওয়ার্ড লেখায় ক্লিক করুন | এখন আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি তাই পাসওয়ার্ড বের করার জন্য ফরগেট পাসওয়ার্ড লেখায় ক্লিক করব | এখানে ভেরিফিকেশন করার জন্য আপনার রিকভারি মোবাইল নাম্বার বা জিমেইল এর প্রয়োজন হবে তবে এক্ষত্রে আপনি সম্ভবত কিছু সুবিধা পেয়ে থাকবেন | যেমনঃ মোবাইল পিন দিয়ে জিমেইল এর পাসওয়ার্ড বের করা| কনফার্ম ইউর স্ক্রিন লক লেখায় ক্লিক করুন তারপর কাঙ্কিত কোডটি দিন পিন দেওয়া সফল হলে আপনাকে নতুন পাসওয়ার্ড প্রবেশ করাতে বলবে যেটা হবে আপনার বের করা সেই জিমেইল পাসওয়ার্ড | একইভাবে আপনি চাইলে রিকভারি মোবাইল নাম্বার বা জিমেইল দিয়ে ও পাসওয়ার্ড বের করতে পারেন |
প্রশ্ন উত্তর পর্ব
কিভাবে একটি জিমেইলকে অনেক বেশি নিরাপদ রাখা যায় ?
জিমেইল আইডিকে নিরাপদ রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশন চালু করা অনেক জরুরি |
মোবাইল নাম্বার ছাড়া কি জিমেইল আইডি খোলা সম্ভব ?
হ্যা, মোবাইল নাম্বার ব্যবহার করেও জিমেইল আইডি খোলা সম্ভব |
শেষ কথা
আশা করি যারা "ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড বের করার উপায় " সম্পর্ক জানতে চান| আজকের আর্টিকেলটি তাদের অনেক উপকারে এসেছে| এরকম আরো টেক , ব্লগিং ,ইউটিউবিং ,ফ্রিল্যান্সিং , ফেসবুকিং,টেকনোলজি সহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে যুক্ত থাকুন |
ফেসবুক পেজ -My iT Bari
ইউটিউব চ্যানেল -My iT Bari
টুইটার - https://twitter.com/myitbari